খুলনা | শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২

তারেক রহমানের বিরুদ্ধে অশালীন অপপ্রচারের প্রতিবাদে নগরীতে যুবদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৭ এ.এম | ১৮ জুলাই ২০২৫


খুলনা মহানগর যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, বর্তমান সরকারের নির্লিপ্ততা ও ব্যর্থতার ফলে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। মব তৈরির মাধ্যমে অনৈতিক ফায়দা হাসিল এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশালীন অপপ্রচার করা হচ্ছে। যুবদল মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে বক্তারা এ কথা বলেন। 
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহŸায়ক আব্দুল আজিজ সুমন। সঞ্চালনা করেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। পরে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।