খুলনা | শনিবার | ১৯ জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২

হামজা-শমিতকে ছাড়াই নেপাল যাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৫২ পি.এম | ১৮ জুলাই ২০২৫


আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে নেপাল সফরে থাকছেন না জাতীয় দলের দুই আলোচিত ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোম। এই দুই ফুটবলারকে নিয়েই ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকলেও সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে তাদের দেখা যাবে না লাল-সবুজের জার্সিতে।

জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন জানিয়েছেন, লেস্টার সিটির সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন হামজা। একই সময়ে ক্লাব লিগের ব্যস্ততায় থাকবেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। এ কারণে তারা কেউই নেপাল সফরে আসতে পারছেন না। এছাড়া দলে থাকছেন না সদ্য ডাক পাওয়া আরেক বিদেশি ফুটবলার ফাহমিদুলও। ফলে নেপালের বিপক্ষে ম্যাচগুলোতে কোনো প্রবাসী ফুটবলারকে দেখা যাবে না লাল-সবুজ শিবিরে।

এই দুই ম্যাচকে মূলত অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছে বাফুফে।