খুলনা | শনিবার | ১৯ জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২

তালার ওয়ার্ড বিএনপি’র সম্মেলনে সাবেক এমপি হাবিব

যারা জেল খেটেছে, আন্দোলনে মাঠে ছিল তাদের মতো যোগ্যদেরকে নিয়ে কমিটি গঠন হবে

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:১৯ এ.এম | ১৯ জুলাই ২০২৫


বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিগত দিনে রাজপথে থেকে যারা আন্দোলন সংগ্রাম তরান্বিত করেছে, যারা জেল খেটেছে, যারা যুদ্ধ করেছে তাদের মতো যোগ্যদেরকে বিবেচনায় এনে সে সমস্ত পরীক্ষিত সৈনিকদের নিয়ে কমিটি গঠন করতে হবে। 
তিনি এ সময় আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের সকলকে ঐক্যবদ্ধ কাজ করার আহŸান জানান।
তিনি শুক্রবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন বিএনপি’র আয়োজনে নওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে দলের তেঁতুলিয়া ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড কমিটির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 
তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সরদার আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সাতক্ষীরা সংসদীয়-১ আসনের টিম প্রধান আবুল হাসান হাদী। তালা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম, তালা সদর ইউনিয়নের সাবেক সভাপতি আবুল কালাম প্রমুখ।
এ সময় বিনা প্রতিদ্ব›িদ্বতায় ৯নং ওয়ার্ডের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক সোহরাফ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং ৮নং ওয়ার্ডের সভাপতি সামজেদ হোসেন, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম নির্বাচিত হন। সকল সাধারণ সদস্যের মতামতের ভিত্তিতে এ সময় ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।