খুলনা | শনিবার | ১৯ জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২

বাগেরহাট জেলা বিএনপি’র জুলাই শহিদদের স্মরণে মৌন মিছিল ও দোয়া

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:২০ এ.এম | ১৯ জুলাই ২০২৫


জুলাই  শহিদদের  স্মরণে বাগেরহাটে মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা বিএনপি’র উদ্যোগে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি মৌন মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা  উদ্যানে গিয়ে শেষ হয়। সেখানে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন জেলা বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম জেলা বিএনপি’র  সাবেক সভাপতি এম এ সালাম,  সদস্য সচিব  মোজাফ্ফর রহমান আলম, শেখ শমসের আলী মোহন, শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, নিয়ামুল নাসির আলাপ, ফকির তারিকুল ইসলাম, মাহবুবুর রহমান টুটুলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতা-কর্মী।