খুলনা | শনিবার | ১৯ জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২

তালায় আদর্শ গ্রাম গঠনে মতবিনিময় সভা

জনগণের চলাচলের অনুপোযোগী রাস্তা সংস্কারে উন্নয়ন প্রকল্প গ্রহণে নির্দেশ জেলা প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা, তালা প্রতিনিধি |
১২:২২ এ.এম | ১৯ জুলাই ২০২৫


সাতক্ষীরার তালা উপজেলার রহিমাবাদ গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড় তোলার লক্ষ্যে জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ। শুক্রবার বিকেল ৪টায় তালা উপজেলার নুরুল­াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তৃতা করেন খুলনা সরকারি বিএল কলেজের সহযোগী  অধ্যাপক মামুন কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হক, সাবেক জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশার, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ মফিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,  উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান, গ্রাম বাসীর পক্ষে শেখ শফিউল­াহ সবুর, বাংলাদেশ আদর্শ কলেজ শিক্ষক পরিষদের তালা উপজেলা সভাপতি ও রহিমাবাদ মসজিদের পেশ ইমাম অধ্যাপক আজিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি শেখ শফিউল­াহ সবুর, শালিখা কলেজের সহযোগী অধ্যাপক আজিজুর রহমান, তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম-আহবায়ক মামুন হাওলাদার, সংগঠক মীর্জা সাকিব প্রমুখ। 
মতবিনিময় সভায় এনডিসি নাবিল হোসেন তামিম, সহকারি কমিশনার সাইফুল ইসলাম, সহকারির কমিশনার তাইজুল ইসলাম, তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। 
এ সময় গ্রামবাসীর পক্ষ থেকে মোঃ মনিরুল ইসলাম সরদার রহিমাবাদ দক্ষিণপাড়া সোনা বিশ^াসের বাড়ির মোড় হইতে মোবারাকপুর ব্রিজ মোড় পর্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। কথক কথক অংশে রাস্তা ভেঙ্গে পুকুরের মধ্যে চলে গেছে। উক্ত রাস্তার বেহাল চিত্র তুলে ধরে সংবাদকর্মীরা সচিত্র প্রতিবেদন বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশ করেছেন। উক্ত প্রকাশিত পত্রিকাগুলো নিয়ে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন।     
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়নের মধ্যে প্রতিটি ইউনিয়নের একটি গ্রামকে আদর্শ গ্রাম গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তালা সদর ইউনিয়নের অনুন্নত ও অবহেলিত গ্রাম রহিমাবাদকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হবে। 
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জনগণের চলাচলের অনুপোযোগী রাস্তাটি উপজেলা প্রকৌশলীর মাধ্যমে কাপের্টিং দ্বারা উন্নয়ন প্রকল্প গ্রহণ করে তাকে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক।   
এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকল অতিথি বিদ্যালয় মাঠে একটি হরতকি গাছের চারা রোপণ করেন।