খুলনা | শনিবার | ১৯ জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২

কয়রায় আটক আ’লীগ নেতা দিদার কারাগারে

কয়রা প্রতিনিধি |
১২:২৩ এ.এম | ১৯ জুলাই ২০২৫


কয়রা বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করে থানা পুলিশ। শুক্রবার এ অভিযানে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে কয়রা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ দিদারুল ইসলামও রয়েছেন।
কয়রা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল মাদক কারবারী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা। গ্রেফতারকৃতরা হলেন ষোলহালিয়া গ্রামের ইব্রাহিম মিস্ত্রীর ছেলে মোঃ দিদারুল ইসলাম, মদিনাবাদ গ্রামের মৃত আঃ রহমান গাজীর কন্যা মোছাঃ রোজিনা খাতুন, মোছাঃ নাহার খাতুন, ও পুত্র মোঃ রবিউল ইসলাম এবং মোঃ আনারুল ইসলাম। উত্তর বেদকাশী গ্রামের মৃত জালাল ঢালীর ছেলে মোস্তফা মনিরুজ্জামান। 
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন,  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।