খুলনা | শনিবার | ১৯ জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২

নিজেকে গড়ে তুলুন, তবেই সফল উদ্যোক্তা হবেন

এলিন মাহবুব |
০১:১০ এ.এম | ১৯ জুলাই ২০২৫


উদ্যোক্তা হওয়া মানে শুধু একটি ব্যবসার শুরু নয়, এটা একজন মানুষের নিজেকে নতুন করে গড়ে তোলার এক দীর্ঘ, গভীর ও শক্তিশালী যাত্রা। যিনি নিজের অভ্যাস, মনোভাব ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে পারেন, তিনিই একদিন তার স্বপ্নের প্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হন। ব্যবসা শুরুর আগে মানুষটিকে প্রস্তুত হতে হয়, ভেতর থেকে।
নিজের উন্নতি কেন জরুরি? : ব্যবসা মানে শুধু পণ্য বা সেবা নয়, এটা সিদ্ধান্ত, সম্পর্ক, সময় এবং চাপের সঙ্গে প্রতিনিয়ত লড়াই। আর এই লড়াই জিততে হলে চাই শক্ত ভীত।
একজন মানুষ যদি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজে নিতে না পারেন, তবে তিনি কখনোই একটি দলের নেতৃত্ব দিতে পারবেন না। তাই উদ্যোক্তা হতে চাইলে, আগে নিজের ভিতরকে গড়ে তুলুন।
মনের জোর না থাকলে পথেই হারিয়ে যেতে হয়: প্রত্যেক উদ্যোক্তার জীবনে ব্যর্থতা আসে-অনেক সময় একবার নয়, বারবার। কিন্তু যিনি মনের জোরে স্থির থাকেন, তিনিই আবার উঠে দাঁড়ান।
ছোট ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখা, ব্যর্থতার দায় নিজের কাঁধে নেওয়া এবং বারবার নতুন করে চেষ্টা করার মানসিকতাই একজন মানুষকে এগিয়ে নিয়ে যায়।
সময় ব্যবস্থাপনা: সাফল্যের নীরব হাতিয়ার : দিনে ২৪ ঘণ্টা সবার জন্য সমান। কিন্তু যারা সেই সময়কে কাজে লাগাতে পারে, তারাই এগিয়ে যায়।
প্রতিদিন কাজের তালিকা তৈরি করা, বিশ্রাম ও কাজের মধ্যে ভারসাম্য রাখা, একাগ্রতার সঙ্গে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা-এসবই একজন সফল মানুষের গোপন চাবিকাঠি।
ভালো অভ্যাসই গড়ে তোলে সঠিক দিক: একজন মানুষের প্রতিদিনের অভ্যাসই নির্ধারণ করে তিনি আগামীকাল কোথায় দাঁড়াবেন।
সকালে কিছুক্ষণ নিরিবিলি সময় কাটানো, বই পড়া, নিজের ভাবনা লেখার অভ্যাস, পরিবার ও নিজের প্রতি যতœ, এসব ছোট ছোট অভ্যাসই একজন মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে বদলে দেয়।
ভিতরকে না গড়ে বাইরের সাফল্য টেকে না: একটা বড় কথা আছে “যার মন অশান্ত, তার জীবন কখনোই শান্ত হয় না।”
একজন ব্যক্তি যদি নিজের ভয়, রাগ, হতাশা বা দুশ্চিন্তার সঙ্গে যুদ্ধ করতে না পারেন, তাহলে বাইরের সাফল্য তার খুব সাময়িক হয়।
তাই নিজের মনের সঙ্গে বন্ধুত্ব করুন, নিজের দুর্বলতাকে স্বীকার করুন, এবং ধীরে ধীরে নিজেকে গড়ে তুলুন। একজন সফল উদ্যোক্তা আসলে একজন আত্মশাসিত, মননশীল ও সচেতন মানুষ।
ব্যবসা গড়ার আগেই নিজেকে গড়ে তুলুন। আপনি যত বেশি সচেতন, সৎ এবং শৃঙ্খলাপূর্ণ হবেন আপনার কাজ তত বেশি ফলপ্রসূ হবে। আপনার ভিতরটায় যদি আলো জ্বলে, আপনার প্রতিষ্ঠানের দিকেও সে আলো পৌঁছাবেই।