খুলনা | শনিবার | ১৯ জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২

৫০ দিনের ব্যবধানে দ্বিতীয় বার পশ্চিমবঙ্গে এসে মোদি ফের তৃণমূল কংগ্রেস সরকার হঠানোর ডাক দিলেন

খবর প্রতিবেদন |
০১:৩০ এ.এম | ১৯ জুলাই ২০২৫


ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে সরকার হঠানোর ডাক দিলেন। শুক্রবার পশ্চিম বর্ধমানের শিল্প নগরী দুর্গাপুরে বিজেপির এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বারে বারে পশ্চিমবঙ্গের বিকাশ ও সমৃদ্ধ করার কথা উলে­খ করে 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূল কংগ্রেস সরকার বদলের প্রয়োজনীয়তার কথা বলেন। প্রধানমন্ত্রী তার ভাষণে রাজ্যের শাসক দলের দুর্নীতি ও অরাজক পরিস্থিতি তুলে ধরেন।
এর আগে অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী গত ২৯ মে প্রথম পশ্চিমবঙ্গে এসে  উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে বিজেপির এক জনসভাতেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে আক্রমণ করেন। শুক্রবার জনসভার আগে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেও মোদি পশ্চিমবঙ্গকে ভারতের বিকাশের ইঞ্জিন বানিয়ে ছাড়বই বলে ঘোষণা করেন। তিনি পশ্চিমবঙ্গের জন্য ৫৪০০ কোটি রুপির বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করেন। জনসভায় তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সরকার বিদায় নিলেই আসল পরিবর্তন  আসবে। বিকাশে গতি আসবে।
পশ্চিমবঙ্গ সফরে আসার আগে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডলে দেওয়া বার্তায় বলেন, তৃণমূল কংগ্রেসের কারণে আজ রাজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজ্যের উন্নয়ন একমাত্র বিজেপির হাতেই রয়েছে। এদিন প্রধানমন্ত্রী মোদি অনুপ্রবেশ প্রসঙ্গে বলেন, অনুপ্রবেশকারীদের হয়ে সরাসরি নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস।  নকল কাগজ বানিয়ে দিচ্ছে।  তিনি বলেন, কান খুলে শুনে রাখুন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ীই পদক্ষেপ নেয়া হবে। এরা নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের।
সর্বশেষ পশ্চিমবঙ্গ বিধান সভার নির্বাচন হয়েছিল ২০২১ সালে। ওই নির্বাচনে এই রাজ্যের বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ২১৩টি আসনে আর বিজেপি জিতেছিল ৭৭টি আসনে। কংগ্রেস ও বাম দল একটি আসনও না পেলেও নতুন দল আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটি আসনে জিতেছিল ।