খুলনা | শনিবার | ১৯ জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস পালন

খবর বিজ্ঞপ্তি |
০১:৫০ এ.এম | ১৯ জুলাই ২০২৫


নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে নানা আয়োজনে পালিত হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস। 
শুক্রবার বেলা ১১টায় প্রশাসনিক ভবনে দিবসটি উপলক্ষে ভিন্ন ভিন্ন আয়োজন করা হয়। আয়োজনের মধ্যে ছিল বেলা ১১টায় ফটো এক্সিবিশন, যেখানে স্থান পায়, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জুলাই আন্দোলনে অংশগ্রহণের বিভিন্ন ছবি। ফটো এক্সিবিশনে স্থান পাওয়া ছবির মধ্যে একাধিক ছবিই ছিল অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের আহত হওয়ার। ফটো এক্সিবিশন হল ঘুরে দেখেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) কানাই লাল সরকার। 
এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য সচিব, সৈয়দ হাফিজুর রহমান, ডীন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ ও ডীন, (অনরারি) ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড হিউম্যান সায়েন্সের ফারজানা আক্তার, ডীন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের, ড. ইমজামাম-উল-হোসেন, রেজিস্ট্রার, ড. শেখ শফিকুর রহমান, সহকারী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ এবং ডিরেক্টর (লিয়াজোঁ), বোর্ড অব ট্রাস্টি, শেখ মাহরুফুর রহমান, প্রক্টর, শাকিল আহমেদ, বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 
পরে দুপুর ১২টায় জুলাই অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ বিষয়ের উপর বক্তব্য, বিকেল ৩টায় জুলাই অভ্যুত্থান নামকরণে মঞ্চ নাটক ও বিকেল সাড়ে ৩টায় জুলাই অভ্যুত্থান স্মরণে দেশাত্মবোধক গান অনুষ্ঠিত হয়। 
এদিকে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ভবন-২ এ ও একই কর্মসূচি পালনের পাশাপাশি কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন, উপাচার্য (ভারপ্রাপ্ত) কানাই লাল সরকার।