খুলনা | রবিবার | ২০ জুলাই ২০২৫ | ৫ শ্রাবণ ১৪৩২

বালুর ডাম্প রাখায় খুলনা-যশোর মহাসড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিবাদ বৃহত্তর আমরা খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি |
১২:০৪ এ.এম | ২০ জুলাই ২০২৫


খুলনা- যশোর মহাসড়কের পার্শে¦ বালুর ডাম্প রাখায় মহাসড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতিবাদে শনিবার বিকাল ৪টায় নিজস্ব কার্যালয়ে বৃহত্তর আমরা খুলনাবাসীর প্রতিবাদ সভা ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে মোঃ জামাল মোড়লের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সংগঠণের সাধারণ সম্পাদক মাহাবুব খোকন বলেন, নওয়াপাড়া থেকে যশোর পালবাড়ী মোড় পর্যন্ত ৩৭ কিলোমিটার সড়কের কাজটি কয়েক দফায় কার্পেটিং ও সংস্কার করা হলেও স্থায়ীত্ব হয়নি বিশেষ করে আলীপুর থেকে প্রেমবাগ উড়োতলা পর্যন্ত এই অংশের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত, এর কারণ এই মহাসড়কের পার্শ্ব দিয়ে বড় বড় ৫/৭টি বালুর ডাম্প গড়ে ওঠায় সড়কে পানি জমে ও বেশির ভাগ রোড ক্যাপাসিটির অতিরিক্ত লোড নিয়ে বড় বড় (৪০/৪৫ টন) ট্রাকগুলি চলাচল করায় কার্পেটিং উঠে যেয়ে খানা খন্দকে পরিণত হওয়ায় এবং বালুর ডাম্প থেকে বালু নিতে ট্রাক গুলি দাঁড়িয়ে থেকে যেমন যানজটের সৃষ্টি করে।  
তিনি বলেন, সারা বছর ই রাস্তার উপর প্রচুর পরিমাণ বালু পড়ে থাকায় একদিকে বর্ষার সময় কাদার সৃষ্টি হওয়ায় রাস্তা যেমন নষ্ট হচ্ছে তেমন ই প্রায় দুর্ঘটনা ঘটছে, আবার বালু রোদে শুকিয়ে উড়ে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে, সড়কটি এমন বেহাল দশার কারণে গাড়ীর মালিকগণ গাড়ীর ক্ষতি ও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে খুলনা থেকে ছেড়ে যাওয়া পরিবহন গুলি ৭০/৮০ কিলোমিটার চুকনগর/মনিরামপুর ঘুরে চলাচল করায় সময় ও অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে বিদেশ থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্য এই সড়ক দিয়ে বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। 
খুলনা-যশোর মহাসড়কের দূরবস্থার জন্য বালু রাখার ডাম্পের কারণে সড়কটি ক্ষতি হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন, দ্রুতই মহাসড়কটি সংস্কার করে যাত্রী ও পনণ্যবাহি গাড়ি যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করতে হবে, বালু ডাম্প অন্যত্র সরিয়ে নিতে হবে। 
কর্তৃপক্ষকে আরো আন্তরিক ও দায়িত্বশীল হতে এবং সড়কে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত লোড নিয়ে ট্রাকগুলি চলাচল বন্ধের জন্য প্রশাসনের প্রতি আহŸান জানানো হয় সভায়। 
সভায় বক্তৃতা করেন ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডাঃ আঃ সালাম, মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ কামরুল ইসলাম কামু, যুগ্ম সম্পাদক মোঃ কামরুল ইসলাম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, মোঃ খায়রুল আলম, মোঃ সবুজুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম পল্টু, মোঃ মামুন অর রশিদ, সৈয়দ বদিউজ্জামান বদু, মোঃ মাসুদ হোসেন, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন প্রমুখ।
সভায় জুলাই যোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।