খুলনা | সোমবার | ২১ জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২

সবচেয়ে তীব্র ৭.৪, সুনামির সতর্কতা জারি

এক ঘণ্টার ব্যবধানে পাঁচটি জোরালো ভূমিকম্পে কাঁপল রাশিয়া!

খবর প্রতিবেদন |
০৪:৫২ পি.এম | ২০ জুলাই ২০২৫


এক ঘণ্টার ব্যবধানে পাঁচবার কেঁপে উঠল রাশিয়ার কামচাটকার পূর্ব উপকূল। প্রথমে দু’টি জোরালো ভূমিকম্প। তার পরে আরও তিনবার কম্পন।

প্রতি ক্ষেত্রে কম্পনের মাত্রা ছিল ৬-এর বেশি। সবচেয়ে জোরালো কম্পনটির মাত্রা ছিল ৭.৪।

পর পর জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা উপকূলবর্তী অঞ্চল। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৬.৬। দ্বিতীয়টি আরও জোরালো কম্পন, রিখটার স্কেলে মাত্রা ৭.৪। পর পর ভূমিকম্পের জেরে কামচাটকা সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

প্রথম দু’টি জোরালো ভূমিকম্পের পরই এই সুনামি সতর্কতা জারি করা হয়। এর পরেও এক ঘণ্টার মধ্যে আরও অন্তত তিনবার জোরালো কম্পন অনুভূত হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই কম্পনের মাত্র ছিল ৬ বা তার বেশি।

ভারতের ভূমিকম্প জরিপ সংস্থা ‘ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’ জানিয়েছে, কামচাটকার পূর্ব উপকূলের কাছেই কম্পনগুলি হয়েছে।

ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎস। প্রথম কম্পনটি অনুভূত হয় সকাল ১২টা ২৮ মিনিটে। এর পর এক ঘণ্টার মধ্যে বাকি কম্পনগুলিও অনুভূত হয়েছে।

কামচাটকার পূর্ব উপকূলের পাশাপাশি হাওয়াই দ্বীপপুঞ্জেও প্রাথমিক ভাবে সুনামির সতর্কতা জারি করা হয়। যদিও পরে আবার ওই সতর্কতা সরিয়েও নেওয়া হয়েছে।

ভূমিকম্পের পরে কামচাটকায় প্রাথমিক ভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর মিলেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি।

প্রায় সাত দশক আগে কামচাটকায় এর চেয়েও জোরালো ভূমিকম্প হয়েছিল। ১৯৫২ সালের নভেম্বর মাসের ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৯.১।

ওই সময়ে হাওয়াইয়ে প্রায় ৩০ ফুট উঁচু ঢেউ দেখা গিয়েছিল। জোরালো ওই ভূমিকম্পে সেই বছর কামচাটকায় ক্ষয়ক্ষতি হলেও কোনও প্রাণহানির খবর মিলেনি।

রাশিয়ার কামচাটকা অঞ্চলের পশ্চিমেই প্রশান্ত মহাসাগরের অপর প্রান্তে রয়েছে আমেরিকার আলাস্কা প্রদেশ।

ভূগর্ভস্থ দু’টি প্লেট— প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং উত্তর অ্যামেরিকার প্লেট মিলিত হয় এই কামচাটকা অঞ্চলে। সেই কারণে এই অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা বেশি থাকে।