খুলনা | মঙ্গলবার | ২২ জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২

মতবিনিময় সভায় খুলনা রেঞ্জ ডিআইজি রেজা

কোনো পুলিশী হয়রানি ছাড়াই এখন সবধরণের জিডি হাতের মুঠোফোনে

নিজস্ব প্রতিবেদক |
১১:২৩ পি.এম | ২০ জুলাই ২০২৫


যেতে হবে না থানায়; এখন থেকে ঘরে বসে মুঠোফোনেই করা যাবে সবধরণের সাধারণ ডায়েরি (জিডি)। এতে হয়রানি ছাড়াই মিলবে জনগুরুত্বপূর্ণ এ পুলিশী সেবাটি। সারাদেশের ন্যায় রাত ১২টার পর থেকে খুলনা বিভাগের ১০ জেলার ৬৪টি থানায় একযোগে শুরু হয়েছে অনলাইন জিডি কার্যক্রম।

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আজ রোববার বিকালে মতবিনিময় সভায় এ কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। রাত ১২টার দিকে ডুমুরিয়া থানায় বসে অত্যাধুনিক এ কার্যক্রমে উদ্বোধন করবেন ডিআইজি মো. রেজাউল হক রেজা।

মতবিনিময়কালে রেঞ্জ ডিআইজি জানান, এখন থেকে বিভাগের সকল জেলায় জনগন থানায় না এসে পুলিশের অনলাইন জিডি অ্যাপস্’র মাধ্যমে সাধারণ ডায়েরি করতে পারবেন। এতে জনগণের সময়, অর্থ ও  অনাকাঙ্খিত ভোগান্তি লাঘব হবে। এই এ্যাপস্’র রেজিস্ট্রেশন মাধ্যমে একজন মানুষ তার পরিবারের সদস্য অথবা অন্য যেকোনো মানুষের জিডি করতে সহযোগিতা করতে পারবেন। অনলঅইনে ট্রাকিং আইডি’র মাধ্যমে দেশের যেকোনো স্থানে বসে এর অগ্রগতি জানতে পারবেন। এই ডেটা ভবিষ্যতের জন্য অনলাইনে সংরক্ষিত থাকবে। জনগণ সেবার মান উন্নত করতে অনলাইন এর পাশাপাশি থানায় যেয়ে সাধারণ ডায়েরি করার সুযোগও থাকছে। এই কার্যক্রমে গতি আনতে দ্রুততম সময়ের মধ্যে পুলিশ সদস্য, শিক্ষার্থী ও যারা অনলাইনে ব্যবসার সাথে যুক্ত মানুষদের পর্যায়ক্রমে প্রশিক্ষণের ব্যবস্থা করবে খুলনা রেঞ্জ পুলিশ।।