খুলনা | মঙ্গলবার | ২২ জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২

নড়াইলে ডোবায় ভাসছিলো মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ

নড়াইল প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ২১ জুলাই ২০২৫


নড়াইলের লোহাগড়া উপজেলায় ডোবা থেকে ভাসমান অবস্থায় মর্জিনা বেগম (৬০) নামে এক মানসিক প্রন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের মধ্যপাড়া এলাকার একটি ডোবা থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ লোহাগড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন। বৃদ্ধা মর্জিনা বেগম উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা পূর্বপাড়া গ্রামের মৃত তোবারেক শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মর্জিনা বেগম নামে ওই বৃদ্ধ নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে বাঁকা পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হন। পরে স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন ও উপজেলার সকল এলাকায় মাইকিং করেন তবে তার সন্ধান মেলেনি। এর তিনদিন পর রোববার (২০ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা মধ্যপাড়া গ্রামের আরিফ কাজীর বাড়ির পাশে থাকা ডোবায় মর্জিনা নামে ওই বৃদ্ধার অর্ধ গলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে লোহাগড়া থানা পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে লোহাগড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুঠোফোনে বলেন, প্রথমিকভাবে জানতে পেরেছি তিনি মানসিক প্রন্ধী ছিলেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হবে। এছাড়া ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।