খুলনা | বুধবার | ২৩ জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২

খুলনায় হোমিও ফার্মেসীর আড়ালে বাংলা মদের ব্যবসা ভুয়া ডাঃ শেখ মোসলেম আলীর

খবর বিজ্ঞপ্তি |
০১:৪২ এ.এম | ২১ জুলাই ২০২৫


নগরীর বৈকালী বাজার মাতৃসদন হোমিও ফার্মেসীর আড়ালে বাংলা মদ বিক্রির অভিযোগ দীর্ঘ দিনের। ফার্মেসীর কথিত ডাক্তার শেখ মোসলেম আলী এবং তার ছেলে-মেয়ে মদ ব্যবসার সাথে জড়িত এমন অভিযোগ এনেছেন খুলনা হোমিওপ্যাথি ওষুধ ব্যবসায়ী ও চিকিৎসক সমিতি। 
সমিতির দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে তারা বাংলা মদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে মোসলেম আলীর ছেলে ও মেয়ে মদ বিক্রির অভিযোগে পুলিশের হাতে আটক হয়।
গত ১৯ জুলাই বিষাক্ত এ মদ পানে ৫ জনের মৃত্যু হয়। সমিতির বিবৃতিতে বলা হয়েছে, শেখ মোসলেম আলী কোন হোমিও চিকিৎসক নয়। তার কোন সার্টিফিকেট ও রেজিষ্ট্রেশন নেই। এমনকি হোমিওপ্যাথিক চিকিৎসক ও ব্যবায়ী সংগঠনের সাথে তার কোন সম্পৃক্ততা নেই। 
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, খুলনা হোমিওপ্যাথি ওষুধ ব্যবসায়ী ও চিকিৎসক সমিতির পক্ষে ডাঃ এনএম শামীমুল ইসলাম, ডাঃ সৈয়দ আবু সাইদ, ডাঃ জাকিরুল ইসলাম, ডাঃ মানিক লাল চন্দ্র, ডাঃ মোঃ ফারুক হুসাইন, ডাঃ খায়রুল আলম, ডাঃ শামসুদ্দিন খোকন প্রমুখ।