খুলনা | মঙ্গলবার | ২২ জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া আহরণকালে ৪ জেলে আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি |
১২:২৪ এ.এম | ২২ জুলাই ২০২৫


নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে কাঁকড়া আহরণের সময় চার জেলে আটক হয়েছেন। রোববার গভীর রাতে পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের মরা খাজুরা (শেলাসাইট) খাল থেকে ওই জেলেদের আটক করেন বনরক্ষীরা।
আটক জেলেরা হলেন রিপন (৩০), আলী রাজ (২৪), ফরিদ (২৬), ও মনির (৪০)। এদের সবার বাড়ি খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামে। সোমবার দুপুরে এদেরকে বাগেরহাট আদালতে চালান করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। 
অভিযানের নেতৃত্বে থাকা সুপতি স্টেশন কর্মকর্তা (এসও) মোঃ ফয়সাল আলম জানান, রবিবার গভীর রাতে নিয়মিত টহলকালে মরা খাজুরা (শেলাসাইট) খালে একটি নৌকা দেখতে পান তারা। এ সময় কাছে গিয়ে নৌকাসহ জেলেদের আটক করা হয়। জেলেদের নৌকা থেকে দুই শতাধিক চারু (বাঁশের তৈরি খাঁচা) এবং কাঁকড়া ধরার টোপ হিসেবে ব্যবহৃত ৫০ কেজি কুচিয়া মাছ জব্দ করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, নিষেধাজ্ঞা চলমান থাকা অবস্থায় গোপনে প্রবেশ করে জেলেরা কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সুপতি স্টেশনের টহলদলের বনরক্ষীরা তাদেরকে আটক করেন। আটক চার জেলের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
এসিএফ রানা দেব আরো বলেন, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে মাছ, কাঁকড়া, মধু আহরণের পাস-পারমিট বন্ধ। এই নিষিদ্ধ সময়ে জেলে, মৌয়াল, পর্যটকসহ কেউ সুন্দরবনে প্রবেশ করতে পারবে না। কিন্তু কিছু অসাধু ব্যক্তি গোপনে বনে ঢুকে মাছ, কাঁকড়া আহরণ এবং হরিণ শিকারের অপচেষ্টা করছেন। তবে বনরক্ষীদের অভিযানে তারা ধরাও পড়ছেন। সব ধরনের বন অপরাধ নিয়ন্ত্রণে বিভাগের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।