খুলনা | বৃহস্পতিবার | ২৪ জুলাই ২০২৫ | ৮ শ্রাবণ ১৪৩২

ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মোদির শোক

খবর প্রতিবেদন |
০১:৩৭ এ.এম | ২২ জুলাই ২০২৫


বাংলাদেশে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর ভাবে মর্মাহত ও শোকাহত, যাদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি লিখেছেন, আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। সেই সঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন যে, ভারত বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং সম্ভাব্য সকল প্রকার সমর্থন ও সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।