খুলনা | মঙ্গলবার | ২২ জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২

বিমান বিধ্বস্ত : হতাহতের পরিবারের পাশে থাকার আহবান খালেদা জিয়ার

খবর প্রতিবেদন |
০১:৪৫ এ.এম | ২২ জুলাই ২০২৫


রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা এবং দলের নেতা-কর্মীদের শোকাহত পরিবারের পাশে থাকার আহŸান জানিয়েছেন।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ আহŸান জানান বিএনপি’র চেয়ারপারসন।
শোকবার্তায় খালেদা জিয়া বলেন, ‘মহান আল­াহপাক রাব্বুল আল-আমিন যেন সেই সব শোকার্ত পরিবারগুলোকে সন্তান হারানো কিংবা আহত হওয়ার ঘটনায় ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’
বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিএনপি’র চেয়ারপারসন বলেন, ‘আগুনে দগ্ধ শিক্ষার্থী যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছে, তাদের আশু-সুস্থতা কামনা করি।’
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সার্বিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে শোক বার্তায় জানান খালেদা জিয়া।