খুলনা | মঙ্গলবার | ২২ জুলাই ২০২৫ | ৭ শ্রাবণ ১৪৩২

মিথ্যা বা হয়রানিমূলক জিডি করা থেকে বিরত থাকার পরামর্শ রেঞ্জ ডিআইজির

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:০৪ এ.এম | ২২ জুলাই ২০২৫


চালু হয়েছে খুলনা রেঞ্জের ৬৪ থানায় অনলাইন জিডি সেবার কার্যক্রম। রোববার রাত ১২টায় ডুমুরিয়া থানায় আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম। ডিআইজির ডুমুরিয়া থানায় পরিদর্শন সম্পর্কিত একটি জিডি এন্ট্রি করা হয়। 
খুলনা জেলা পুলিশ সুপার এটিএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে থানা চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক বলেন, অনলাইন জিডি সেবা চালু হওয়াটা আমাদের দেশের একটি গর্ব। সময় বাঁচিয়ে বাড়িতে বসেই নিজেরাই জিডি করতে পারবেন। তবে কোন ধরনের মিথ্যা বা হয়রানিমূলক জিডি করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। 
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি মোঃ জয়নুদ্দিন পিপিএম, জেলা বি সার্কেল-এর অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম। বক্তৃতা করেন বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন ও এড. মুনিমুর রহমান নয়ন। এ সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের জেলা আহবায়ক অধ্যাপক নিত্যানন্দ মন্ডল, উপজেলা জামায়েত ইসলামীর নায়েবে আমীর মাওঃ হাবিবুর রহমান, বিএনপি নেতা মোল্যা মশিউর রহমান, খান শফিকুল ইসলাম, নজরুল হালদার, মেহেদী হাসান রাসেল প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা।