খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপ আয়োজন না করেও কোটি কোটি টাকা পেল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪৫ এ.এম | ২৩ জুলাই ২০২৫


বিশ্বকাপ আয়োজন না করেও মোটা অঙ্কের টাকা পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৪ সালের নারী টি- টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল বাংলাদেশ।  কিন্তু রাজনৈতিক পরিবর্তন ও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে সেই আয়োজন সরিয়ে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্ট বাংলাদেশে আয়োজন করা সম্ভব হয়নি। কিন্তু বিসিবি আয়োজক হিসেবে থাকায় আইসিসির নিয়মানুসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ‘ইভেন্ট হোস্ট ফি’ হিসেব দেওয়া হয়েছে ৮ কোটি ৬ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা। এছাড়া টিকিট বিক্রির মাধ্যমেও বিসিবি আয় করেছে। যদিও ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হওয়ায় বাংলাদেশ প্রত্যাশিত টিকিট রাজস্ব পায়নি, তবুও ইমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে চুক্তির মাধ্যমে বিসিবি পেয়েছে টিকিট বিক্রির ৫৫% অংশ।
আইসিসি প্রদত্ত তথ্য অনুযায়ী, মোট টিকিট বিক্রির পরিমাণ ছিল ৬ লাখ ৫৯৫.১৮ দিরহাম, যার মধ্যে বিসিবি পেয়েছে ৩ লাখ ৩০ হাজার ৩২৭.৩৫ দিরহাম। মার্কিন ডলারে যার পরিমাণ ৭৩ হাজার ৬৪২, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা। বাংলাদেশ নারী দলের প্রাপ্ত প্রাইজমানিও যুক্ত হয়েছে বিসিবির আয় হিসেবে। গ্র“প পর্ব থেকে বাদ পড়েও দল পেয়েছে ৬৭ হাজার ৫০০ মার্কিন ডলার এবং স্কটল্যান্ডের বিপক্ষে একমাত্র জয়ের জন্য আরও ৩১ হাজার ১৫৪ মার্কিন ডলার। সব মিলিয়ে ২০২৪ নারী টি- টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিসিবির আয় দাঁড়িয়েছে মোট ১০ কোটি ৩৭ লাখ ১২ হাজার ১৪২ টাকা।