খুলনা | রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২

রুমিছা খাতুনের স্মরণ সভা ও দোয়া

খবর বিজ্ঞপ্তি |
১২:০৯ এ.এম | ২৬ জুলাই ২০২৫


খুলনার বিশিষ্ট ব্যবসায়ী মরহুম শেখ আব্দুল মান্নানের স্ত্রী এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি, খুলনা বিভাগীয় রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক মোঃ ছাইদুর রহমানের শাশুড়ি রুমিছা খাতুনের স্মরণে শুক্রবার জুমার নামাজের পর খাদিজাতুল কুবরা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই মসজিদটি মরহুমার ওয়াকফকৃত জমির ওপর প্রতিষ্ঠিত।
দোয়া ও আলোচনায় অংশগ্রহণ করেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং বিএনপি নেতা জিয়াউর রহমান পাপুল।
এছাড়াও বিএনপি’র শেখ সাদীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান বক্তব্য প্রদান করেন।
বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, এলাকাবাসী ও মরহুমার স্বজনরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। উলে­খযোগ্য যে, পার্শ্ববর্তী আরও চারটি মসজিদেও একই দিন অনুরূপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।