খুলনা | রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২

এড. অলোকানন্দা দাসের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি |
১২:১০ এ.এম | ২৬ জুলাই ২০২৫


খুলনার বিশিষ্ট রাজনীতিবিদ এবং আইনজীবী এড. অলোকানন্দা দাসের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে শুক্রবার খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল প্রার্থনা সভা এবং স্মরণসভা। 
স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক অমিয় কান্তি পাল। স্মৃতিচারণ করেন অধ্যাপক আনোয়ারুল কাদির, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খুলনা মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, নারী নেত্রী এড. শামীমা সুলতানা শীলু, সুতপা বেদজ্ঞ, এড. তসলিমা খাতুন ছন্দা, ডাক্তার প্রভাষ কুমার দাশ, এড. মিনা মিজানুর রহমান, নিলয় সাহা, পায়েল সাহা, অনন্যা দাস, কেয়া দাস প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন উন্নয়নকর্মী অসীম আনন্দ দাস। বিশেষ প্রার্থনায় মন্ত্র পাঠ করেন ব্রাহ্মণ সমিতির সাধারণ সম্পাদক সুরেশ কুমার চক্রবর্তী।