খুলনা | রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২

রাজধানীর সাতটি হাসপাতালে চিকিৎসাধীন ৫০

মাইলস্টোন ট্রাজেডি : নিহতের সংখ্যা বেড়ে ৩৩

খবর প্রতিবেদন |
০১:৫১ এ.এম | ২৬ জুলাই ২০২৫


রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। দুর্ঘটনায় দগ্ধ হয়ে রাজধানীর সাতটি হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৫ জন, ঢাকা সিএমএইচে ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন এবং ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে একজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কারো মরদেহ হাসপাতালে নেওয়া হয়, আবার কেউ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সর্বশেষ শুক্রবার দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাকিন নামে এক শিক্ষার্থী। মাকিনের বাড়ি গাজীপুর জেলা সদরের কোনাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।
হতাহতের সর্বশেষ তালিকা দিলো সরকার: দুর্ঘটনায় প্রায় দেড় শতাধিক ব্যক্তি আহত হন। এর মধ্যে অনেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫০ জন। এর মধ্যে ৪০ জনই আছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। সুচিস্মিতা তিথি বলেন, ‘উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ১৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৫ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবানা জেনারেল হাসপাতাল এ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন এবং ইউনাইটেড হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।’
প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব আরও বলেন, ‘দগ্ধদের ৫০ জনের মধ্যে বার্ন ইনস্টিটিউটে ৪০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন, শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে একজন চিকিৎসাধীন।’
সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাকিনের মৃত্যু : উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির দগ্ধ শিক্ষার্থী মাকিনের (১৪) মৃত্যু হয়েছে।   শুক্রবার দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে বার্ন ইউনিটে ১৫ জনের মৃত্যু হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাঃ শাওন বিন রহমান।
ডাঃ শাওন বিন রহমান বলেন, মাকিন নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিলো। 
৫ দিন পর অগ্নিদগ্ধ আয়মানের মৃত্যু : এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এফএইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান (১০) মারা গেছেন। জুমার পর মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। একই দিন সকাল পৗনে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
নিহত আয়মান শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের ইসমাইল হোসেন বাপ্পির মেয়ে। আয়মানের শরীরের প্রায় ৬৫ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল বলে জানা যায়।
শুক্রবার এশার নামাজের পর আয়মানের দ্বিতীয় জানাজা গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে নিশ্চিত করেন তার চাচাতো ভাই মাহাতাজ হাওলাদার।
পরিবার সূত্রে জানা গেছে, আয়মানের বাবা বাপ্পি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করেন। উত্তরায় নিজ বাড়িতে স্ত্রী ও ৩ কন্যা সন্তান নিয়ে বসবাস করতেন তিনি।
আয়মানের চাচাতো ভাই মাহাতাজ হাওলাদার ও প্রতিবেশীরা বলেন, আয়মান ছিল অত্যন্ত মেধাবী ছাত্রী। কিন্তু আগুনে পুড়ে পরিবার ও তার স্বপ্ন পুরো ধ্বংস হয়ে গেছে। আল­াহ আয়মানের মা-বাবার মতো অন্য কারো বুক খালি না করুক এটাই চাই।
এর আগে সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এ ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় প্রতিষ্ঠানটির ক্লাসে উপস্থিত ছিলেন বহু শিক্ষার্থী ও শিক্ষক। এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সর্বশেষ তথ্যানুযায়ী, বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা ৩২ জন। এ দুর্ঘটনায় এখনো ১৬৫ জন চিকিৎসাধীন।
এক বিবৃতিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় মোট ২২ জন নিহত হয়েছেন। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও ২ জনের মৃত্যু হয়েছে।