খুলনা | রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২

কুয়েটের ভিসি হিসেবে অধ্যাপক (অবঃ) ড. মোঃ মাকসুদ হেলালীর যোগদান

খবর বিজ্ঞপ্তি |
০২:১৮ এ.এম | ২৬ জুলাই ২০২৫


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর হিসেবে হিসেবে বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অবঃ) ড. মোঃ মাকসুদ হেলালী মহোদয় যোগদান করেছেন। তিনি বৃহস্পতিবার নিয়োগ পাওয়ার একদিন পর শুক্রবার অপরাহেৃ ভাইস-চ্যান্সেলর কক্ষে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। এ সময় বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আজ শনিবার থেকে তিনি নিয়মিত অফিস করবেন। 
উলে­খ্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুয়েট আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।  প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র যন্ত্রকৌশল বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেন। সে সময় তিনি বুয়েটের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করেন।