খুলনা | রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১১ শ্রাবণ ১৪৩২

খালিশপুর মহিলা দল ও ৫নং ওয়ার্ডের কর্মসূচিতে মনা

ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প পথ নেই

খবর বিজ্ঞপ্তি |
০২:২১ এ.এম | ২৬ জুলাই ২০২৫


মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন গণতন্ত্র ও মানবাধিকারের হত্যাকারী। জুলাই গণঅভ্যুত্থানে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যদিয়ে হাসিনার পতন হয়েছে। কিন্তু সেই হাসিনার দোসররা আবারো দেশকে অস্থির করার ষড়যন্ত্র করছেন। বিএনপি’র নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানিয়ে বলেন, হাসিনার দোসররা এখনো বাংলাদেশে পদে পদে বসে আছে। এদের বিরুদ্ধে আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প পথ নাই।
শুক্রবার বিকেলে মহিলা দল ও সন্ধ্যায় দৌলতপুরের ৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি’র ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে মনা বলেন, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য ডাক দিয়েছেন। আগামীতে যদি বিএনপি সরকার গঠন করে, প্রত্যেকটি পরিবারকে একটি করে চাকুরি দেয়া হবে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলের  স্মৃতিচারণ করে তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া বাংলাদেশে মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিলেন এবং খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু করেছিলেন, যার ফলে গরিব পরিবারের সন্তানেরা স্কুলে যেত। শহিদ জিয়াউর রহমান প্রথম মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে ডক্টর আমিনা রহমানকে মন্ত্রী বানিয়েছিলেন। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, যারা মানুষের জমিজমা দখল করে, যারা মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে, তাদের কোনো অবস্থায় বিএনপি করার সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হবে।
শাহনাজ সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম-আহবায়ক রেহানা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এড. মোহাম্মদ আলী বাবু। প্রধান বক্তা ছিলেন মহানগর মহিলা দলের আহŸায়ক সৈয়দা নার্গিস আলী। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এড. হালিমা আক্তার খানম, আনজিরা বেগম, নিঘাত সীমা, কাওসারী জাহান মঞ্জু, শাম্মি চৌধুরী মলি, পাপিয়া রহমান পারুল, মিসেস মনিসহ খালিশপুর থানা বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৫নং ওয়ার্ড বিএনপি : সন্ধ্যায় ৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসুচির উদ্বোধন করেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। বিএনপি নেতা খবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মুরশিদ কামাল, শেখ ইমাম হোসেন ও নুর ইসলাম বাচ্চু। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খন্দকার ইকবাল কবির, আব্দুর রাজ্জাক, আরব আলী, মিজানুর রহমান, শেখ নাজিম, মাসুর রহমান রানা, সেলিম আহসান, লিটন খন্দকার, আল আমিন রতন, আল আমিন লিটন, সালমা বেগম, মদিনা বেগম, জাহিদ হাসান খসরু, সত্য নারায়ণ, মাহবুব হোসেন সজল, খোসনুর রহমান, সিরাজ দেওয়ান, মুকুল শেখ, শেখ রনি, কাবিদুর রহমান, মাসুদ হোসেন, আবদুল­াহ মামুন ও গিয়াস উদ্দিন দিপু প্রমুখ।