খুলনা | শনিবার | ৩০ অগাস্ট ২০২৫ | ১৪ ভাদ্র ১৪৩২

চিতলমারীর যুবদল নেতা সোহাগের মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মানববন্ধন

চিতলমারী প্রতিনিধি |
১১:৩০ পি.এম | ২৬ জুলাই ২০২৫


চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন যুবদল নেতা সোহাগ সর্দারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। তাঁরা হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। শনিবার বেলা ১১টায় উপজেলার কাঠিপাড়া-আদিখালী এলাকায় আঞ্চলিক মহাসড়কে আলমগীর মেম্বরের দোকানের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে এ সময় চিতলমারী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম অপু, সাংগঠনিক সম্পাদক এড. ফজলুল হক, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, যুবদল নেতা হোসাইন বিশ্বাস ও মৃত সোহাগ সর্দারের মা-বাবা ও এবং পাঁচ বোনসহ পাঁচ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে পথ সভায় বক্তারা বলেন, ‘সোহাগ সর্দারকে প‚র্বপরিকল্পিত ভাবে তার শ্বশুর বাড়িতে ডেকে নেওয়া হয় এবং সেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। এই হত্যাকান্ড শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং পুরো সমাজের জন্য একটি ভয়ানক বার্তা বহন করে। আমরা এই হত্যাকান্ডে জড়িতদের বিচার চাই।’