খুলনা | রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২

দাকোপে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

অচিরেই এই অঞ্চলের ফুটবলার জাতীয় দলের খেলবে : পাপুল

খবর বিজ্ঞপ্তি |
১২:০৮ এ.এম | ২৭ জুলাই ২০২৫


দাকোপের লক্ষীখোলা জি টি পল­ীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্বাবিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা জিয়াউর রহমান পাপুল। 
খেলার মাঠে উপস্থিত দর্শক দের উদ্দেশ্যে তিনি বলেন, এ ধরনের ফুটবল খেলার মাধ্যমে আমরা আমাদের প্রিয় ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোকে স্মরণ করতে পারি। আরও বলেন, ফুটবল খেলা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল, কিন্তু গত ১৫/১৬ বছরে আ’লীগ ফ্যাসিস্ট কায়দায় রাষ্ট্র পরিচালনা করে অন্যান্য প্রতিষ্ঠানের মতো ফুটবল ফেডারেশনকে দলীয়করণ করে ফেলেছিল। যার কারণে ভালো খেলোয়াড় সেখানে যুক্ত হতে পারেনি। বিএনপি ইতিমধ্যে অঞ্চল ভিত্তিক ফুটবল খেলার আয়োজন করে সকল শ্রেণি পেশার মানুষকে বিনোদনপ্রেমি করে গড়ে তুলতে ভূমিকা রাখছে। অচিরেই এই অঞ্চলের ফুটবলার জাতীয় দলের খেলবে।  
অনুষ্ঠানে দাকোপ উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সাঈদুর রহমান সৌদের সভাপতিত্বে ও চালনা পৌরসভা বিএনপি’র সাবেক সদস্য সচিব আল-আমিন সানা সঞ্চালনায় এবং জিটি পল­ীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় সভাপতি শেখ রজিবুল ইসলামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল­া খায়রুল ইসলাম, মোঃ তৈয়েবুর রহমান, জেলা বিএনপি’র সদস্য সুলতান মাহমুদ, শেখ শাকিল আহমেদ দিলু, জিএম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, জি এম আসাবুর রহমান পাইলট, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন। 
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক গাজী জাহাঙ্গীর আলম, নগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি জামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন আনো, আছাবুর রহমান,  গাজী ফয়সাল আলম, আইয়ুব কাজী, ইমরান হোসেন পলাশ, বিল­াল হোসেন মোল­া, এস এম ফয়সাল, জুলফিকার আলী জুলু, শেখ হেলাল কাঞ্চন প্রমুখ।