খুলনা | রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২

কুয়েটে একাডেমিক কার্যক্রম চালুর দাবি বিশিষ্ট নাগরিকদের

খবর বিজ্ঞপ্তি |
১২:২০ এ.এম | ২৭ জুলাই ২০২৫


বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের সমন্বয়ে নবগঠিত সংগঠন গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ, খুলনা অবিলম্বে কুয়েটের একাডেমিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছে। পাঁচ মাস একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় সৃষ্ট সেশনজট নিরসনের পদক্ষেপের কথা উলে­খ করা হয়। শিক্ষা মন্ত্রণালয় এ বিদ্যাপীঠের উপাচার্য নিয়োগ করায় অভিনন্দন জানানো হয়।
শনিবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে ক্লাবের কর্মকর্তাদের সাথে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ, খুলনার সৌজন্য সাক্ষাতকালে এ দাবি তোলা হয়। 
এসময় ক্লাবের আহবায়ক মোঃ এনামুল হক, সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে  আহবায়ক খান মনিরুজ্জামান, মানবাধিকার কর্মী এড. মোঃ মোমিনুল ইসলাম, সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, এ সংগঠনের সদস্য মিজানুর রহমান বাবু, এড. মির্জা নুরুজ্জামান ও জামাল মোড়ল উপস্থিত ছিলেন। 
প্রেসক্লাবের আহবায়ক মোঃ এনামুল হক খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, খুলনা মেডিকেল বিশ^বিদ্যালয়ের জন্য স্থায়ী ক্যাম্পাস, ময়ুর নদকে হাতিরঝিলের আলোকে দৃষ্টিনন্দন করা এবং শহরতলী সংলগ্ন ২০টি মৌজা কেসিসি’র অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এ সংগঠনের কর্মকর্তাদের সরকারের কাছে দাবি তোলার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন নবগঠিত এ সংগঠন খুলনার নাগরিকদের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবে। দলমত নির্বিশেষে এ সংগঠনের দায়িত্বশীলরা নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।