খুলনা | রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২

সভাপতি জাহিদ, সম্পাদক তৌহিদ

কচুয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:৩৭ এ.এম | ২৭ জুলাই ২০২৫


বাগেরহাটে ব্যাপক উৎস উদ্দীপনার মধ্য দিয়ে কচুয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলরদের সরাসরি ভোটে সরদার জাহিদ উপজেলা বিএনপি’র সভাপতি এবং শেখ তৌহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এদিন সন্ধ্যায় ভোট শেষে ফলাফল প্রকাশ করেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও বাগেরহাট-২ আসনের মনিটরিং টিমের প্রধান ড. শেখ ফরিদুল ইসলাম। 
এছাড়া  সাংগঠনিক সম্পাদক পদে শেখ জাহাঙ্গীর হোসেন ও হুমায়ুন কবির নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৪৯৭ জন কাউন্সিলরদের মধ্য ৪৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে দুপুরে কচুয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কমিটির  সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। সম্মেলনে আরও বক্তব্য দেন  সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ ) জয়ন্ত কুমার কুন্ডু, বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট জেলা বিএনপি’র সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ন আহবায়ক খাদেম নেয়ামুল নাসির আলাপ, বিএনপি নেতা এড. ওয়াহিদুজ্জামান দিপু, শেখ মুজিবুর রহমান, ব্যারিস্টার জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, হাজরা আসাদুল ইসলাম পান্না, সরদার জাহিদ, শেখ তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় কমিটির  সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আওয়ামী লীগ পুরো দেশটাকে জেলখানা বানিয়েছিল। আপনি আওয়ামী লীগ করেন না মানে আপনার নাগরিক অধিকার নাই, আপনার গণতান্ত্রিক অধিকার নাই আপনার ভোটের অধিকার নাই। যার কারণে ২০১৪, ২০১৮ ও ২০২৪শে আপনারা ভোট দেওয়ার সুযোগ পাননি। বিএনপি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রে বিশ্বাস করেন, যার কারণে ভোটের মাধ্যমে আজকে দলীয় নেতা নির্বাচিত হচ্ছে। ভবিষ্যতে দেশের মধ্যে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে সব ধরনের চেষ্টা থাকবে। গণতন্ত্র ও দেশের স্বার্থে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান কেন্দ্রীয় নেতা।