খুলনা | রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২

অপরাধীদের বিচার নিশ্চিত না হলে গুমের সংস্কৃতি আবারো ফিরে আসবে : গুম কমিশন

খবর বিজ্ঞপ্তি |
০১:১৭ এ.এম | ২৭ জুলাই ২০২৫


গুমের সঙ্গে জড়িত শেখ হাসিনাসহ অন্যদের বিচার নিশ্চিত না হলে এ দেশে গুমের সংস্কৃতি আবারো ফিরে আসার আশঙ্কা রয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে গুমের আলামত নষ্ট এবং সাক্ষ্য প্রমাণ সংগ্রহ বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। এমনকি রয়েছে হুমকি ও নানা ধরনের অসহযোগিতাও। এ ধরনের নানা চ্যালেঞ্জ রয়েছে। 
তবে কমিশন মনে করছে, বিচারের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে-গুমের সঙ্গে জড়িত তৎকালীন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ ব্যক্তিরা পালিয়ে যাচ্ছেন। এতে করে বিচার নিয়েও সংশয় তৈরি হচ্ছে। তবে গুম সংক্রান্ত তদন্ত কমিশন নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেই গুমের ঘটনাগুলো অনুসন্ধানের মাধ্যমে এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিত করার সব ধরনের তথ্যই সংগ্রহ করছে। যাতে করে অভিযুক্তদের বিচার নিশ্চিত করতে সহায়ক হয়।  
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন ও ড. নাবিলা ইদ্রিস খুলনায় গুমের শিকার ব্যক্তিদের পরিবার এবং গুম থেকে ফিরে আসা ভিকটিমসহ শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে  পরামর্শ সভা ও সেমিনারে এসব কথা বলেন।
যথাক্রমে ২৫ জুলাই খুলনার খালিশপুরস্থ ব্রাক লার্নিং সেন্টার এবং ২৬ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের সহযোগিতায় মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এ পরামর্শ সভা ও সেমিনারের আয়োজন করে।
শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার হলে ‘বলপূর্বক গুমের ঘটনা মোকাবেলা : কীভাবে এগিয়ে যাওয়া যায়' শীর্ষক সেমিনারের সঞ্চালনায় ছিলেন অধিকারের পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান। বক্তৃতা করেন জাতিসংঘের ঢাকাস্থ মানবাধিকার বিষয়ক কর্মকর্তা জাহিদ হোসেন। 
আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, খুলনা জেলা আইন কর্মকর্তা (জিপি) অ্যাড. ডঃ মোঃ জাকির হোসেন, জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) তৌহিদুর রহমান চৌধূরী তুষার ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ড. নাজমুস সাদাত শুভ। 
বক্তৃতা করেন সুশাসনের জন্য নাগরিক-সুজনের খুলনা জেলা সভাপতি এড. কুদরত-ই- খুদা, ব্লাস্ট খুলনার উপদেষ্টা এড. অশোক কুমার সাহা, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, মাহবুবুর রহমান মুন্না, গুম থেকে ফিরে আসা খুলনা বিদ্যালয়ের ছাত্র নূর মোহাম্মদ অনিক, ইমরান হোসেন, জিএম রাসেল ইসলাম নুরুল ইসলাম ও শেখ মোঃ ফারুক। 
সেমিনারে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক শেখ দিদারুল আলম, অধিকার খুলনার ফোকাল পারসন সাংবাদিক মুহাম্মদ নূরুজ্জামান, মানবাধিকার কর্মী জিয়াউস সাদাত, এড. মোঃ শহিদুল ইসলাম, হাফেজ মোঃ কামরুজ্জামান, তাসনিম হাসান আফ্রিদি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আহম্মদ হামিম রাহাত, আয়মান আহাদ, মুহিব্বুল্লাহ মুহিব, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি আলকামা রুমিন ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম প্রমুখ।