খুলনা | রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২

ট্রেন থেকে নামিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

খবর প্রতিবেদন |
০১:২৩ এ.এম | ২৭ জুলাই ২০২৫


টাঙ্গাইল রেলস্টেশনে এক নারী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে রেলস্টেশনের ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতাররা হলেন-ঘারিন্দা এলাকার সজিব, দুলাল ও নুপুর। নুপুর নামে ওই লোক সিএনজিচালিত অটোরিকশা চালক। ভুক্তভোগী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার রাতে ওই নারী ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী ট্রেনে না উঠে ভুলক্রমে উত্তরবঙ্গগামী চিত্রা এক্সপ্রেসে উঠেন। টাঙ্গাইল রেলস্টেশনে আসার পর অন্য যাত্রীদের কাছে জানতে পারেন তিনি ভুল ট্রেনে উঠেছেন। রাত সাড়ে ১০টার দিকে তিনি টাঙ্গাইল স্টেশনে নেমে যান। পরে পুলিশ তাকে ঢাকার ট্রেনে তুলে দেয়। এ সময় ওই তিন যুবক কৌশলে ভুক্তভোগীকে ট্রেন থেকে নামিয়ে রেলস্টেশন এলাকার কাঠ বাগানে নিয়ে ধর্ষণ করে। এরপর নুপুরের বাড়িতে নিয়ে দ্বিতীয়বার ধর্ষণ করা হয়।
শনিবার সকালে ওই নারী টাঙ্গাইল রেলস্টেশনে গিয়ে পুলিশকে ঘটনার বিস্তারিত জানান। পরে রেলওয়ে পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী টাঙ্গাইল সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সদস্য ইসমাইল হোসেন বলেন, ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে সদর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারের পর ধর্ষণের ঘটনা প্রাথমিকভাবে স্বীকার করেছে অভিযুক্তরা।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহাম্মেদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।