খুলনা | রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২

প্রাথমিক সহকারি শিক্ষকদের বিভাগীয় সভায় বক্তারা

৩ দফা দাবিতে আগামী ৩০ আগস্টের মহাসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৪০ এ.এম | ২৭ জুলাই ২০২৫


সরকারের গঠিত কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন, প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদানের দাবিতে খুলনায় অনুষ্ঠিত হলো প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠণ ঐক্য পরিষদের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন। সভায় আগামী ৩০ শে আগষ্ট ঢাকার মহাসমাবেশ সফল করতে হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে মহাসমাবেশে যোগদানের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল শিক্ষকে আহবান জানান।   
শনিবার বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমীর হল রুমে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠণ ঐক্য পরিষদের আহŸানে তিন দফা দাবিতে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সৈয়দ আনিসুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোঃ মুনির হোসেন, তপন মন্ডল, মোঃ শামসুদ্দিন মাসুদ, শাহিনূর আল আমিন, মোঃ আনিসুর রহমান, শাহিনুর আক্তার, অজিত পাল, মোঃ জহিরুল ইসলাম জাফর, নূরে আলম সিদ্দিক রবিউল, মোঃ মাসুদ রানা, শিরিন সুলতানা, অধীর কুমার কুন্ডু, মোঃ আব্দুল করিম খান, মোঃ জাকির হোসেন, আমিনুল হক, আরিফুজ্জামান কাকন, জান্নাত আক্তার, ধীমান মন্ডল, জান্নাত আক্তার, অনু পল­ব প্রমূখ।
সভায় সংগঠনের কেন্দ্রীয় অনুষ্ঠানে ৬টি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ১০ জেলার নেতৃত্ব, স্থানীয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।