খুলনা | রবিবার | ২৭ জুলাই ২০২৫ | ১২ শ্রাবণ ১৪৩২

গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, রিয়াদসহ ৫ জনের নামে মামলা

খবর প্রতিবেদন |
০১:১২ পি.এম | ২৭ জুলাই ২০২৫


রাজধানীর গুলশানে সাবেক এমপি সাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে পাঁচজনকে আটক হওয়ার পর তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সাবেক সেই এমপির স্বামী সিদ্দিক আবু জাফর বাদী হয়ে মামলাটি করেছেন।

রোববার (২৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান জোনের এডিসি জাহাঙ্গীর আলম।

তিনি ঢাকা মেইলকে জানান, শনিবার রাতেই এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলাটি করেন সাবেক নারী এমপির স্বামী। তবে মামলার এজাহারে কতজনকে আসামী করা হয়েছে তা তিনি জানাতে পারেননি। দুপুরে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে থানা সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী রিয়াদসহ আটক সকলকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিরা হলেন— বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সদস্য মো. সাকাদাউন সিয়াম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা ও ঢাকা মহানগর শাখার সদস্য সাদমান সাদাব এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না। আটক অন্য একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাড্ডা থানা শাখার সদস্য। অপ্রাপ্তবয়স্ক (বয়স ১৮-এর কম) হওয়ায় তার নাম-পরিচয় প্রকাশ করা হলো না।

এ ঘটনার পর গতকাল শনিবার রাতে তাদের ছাড়িয়ে নিতে নানাভাবে তদবির চলে। কিন্তু পরে মিডিয়ায় বিষয়টি চাউর হওয়ায় আর বেশিদূর এগোয়নি।