খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

সাতক্ষীরায় মরা গরু জবাই করে পাচারের দায়ে ২ ব্যক্তির এক মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৪:৩৯ পি.এম | ২৭ জুলাই ২০২৫


সাতক্ষীরা থেকে জবাই করা একটি মরা গরু ট্রাকে করে খুলনায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপার্দ করেছে। শনিবার (২৬ জুলাই) রাতে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক থেকে গরু ও ট্রাকসহ তাদেরকে আটক করা হয়।

পওে আজ রোববার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গরু ব্যবসায়ি ও ট্রাক চালকের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে, আরো ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার কাঠালতলা গ্রামের ইমাম মোড়লের ছেলে করিমুল ইসলাম ও একই উপজেলার খর্ণিয়া গ্রামের হেকমোত উদ্দীনের ছেলে গরু ব্যবসায়ী নাসির উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ট্রাক চালক করিমুল ইসলাম ও ব্যবসায়ি নাসির উদ্দিন শনিবার রাতে একটি জবাই করা মরা গরু ট্রাকে করে সাতক্ষীরা থেকে খুলনায় নিয়ে যাচ্ছিলেন। পথিমেধ্য বিষয়টি জানতে পেরে শহরের বাইপাস সড়কে স্থানীয় এলাকাবাসী ট্রাকসহ তাদের আটক করে পুলিশে খবর দেয়। রাতেই পুলিশ তাদের আটক করে শহরের ইটাগাছা ফাড়িতে নিয়ে যায়। পরে রোববার বেলা ১১টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্তদের উল্লেখিত সাজা প্রদান করেন।

আটককৃত গরু ব্যাপারী নাসির উদ্দীন জানান, সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার কসাই জুয়েল ও খুলনার ডুমুরিয়া এলাকার রবি কসাই মরা গরু ব্যবসার সাথে জড়িত। আমরা শুধু তাদের কথামতো বিভিন্ন স্থান থেকে মরা গরু নিয়ে তাদেরকে সরবরাহ করি।

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম বলেন, অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গরু ব্যবসায়ি নাসির উদ্দিন ও ট্রাক চালক করিমুল ইসলাম প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, কারদন্ডপ্রাপ্ত দুইজনকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগাওে প্রেরণ করা হয়েছে।