খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

মোট অভিযোগ ১৪৬ ও নিষ্পন্ন ৬৪

প্রশাসন ক্যাডারদের বিরুদ্ধে ৬ মাসে খুলনায় অভিযোগ ১৫

খবর প্রতিবেদন |
০১:২৫ এ.এম | ০১ অগাস্ট ২০২৫


প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে গত ৬ মাসে খুলনায় ১৫টিসহ মোট ১৪৬টি অভিযোগ পাওয়া গেছে। এই সময়ে নিষ্পন্ন হয়েছে ৬৪টি অভিযোগ। বর্তমানে ১৪২টি অভিযোগ তদন্তাধীন রয়েছে। তিন মাসের ঊর্ধ্বে অনিষ্পন্ন অভিযোগের প্রতিবেদন দ্রুত পাঠানোর নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। স¤প্রতি বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় এই নির্দেশনা দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ সভায় সভাপতিত্ব করেন।
সভায় মাঠপর্যায়ে কর্মরত বিসিএস (প্রশাসন) কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তাধীন অভিযোগের নিষ্পত্তির আলোচনায় বলা হয়, এক মাসের ঊর্ধ্বে ঢাকা বিভাগে ৮টি, চট্টগ্রাম বিভাগে ৫টি, রাজশাহীতে ৪টি, খুলনা বিভাগে ৬টি, বরিশাল বিভাগে ৩টি, সিলেট বিভাগে ১টি, রংপুর বিভাগে ৯টি, ময়মনসিংহ বিভাগে ৬টিসহ মোট ৪২টি অভিযোগ অনিষ্পন্ন রয়েছে। এসব অভিযোগ সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে পাঠানো নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়।
তিন মাসের ঊর্ধ্বে ঢাকা বিভাগে ১৮টি, চট্টগ্রাম বিভাগে ৭টি করে, রাজশাহী বিভাগে ৪টি, খুলনা ৯টি , বরিশাল বিভাগে ১৮টি, সিলেট বিভাগে ৩টি, রংপুর বিভাগে ১টি, ময়মনসিংহ বিভাগে ১১টিসহ মোট ৭১টি অভিযোগ অনিষ্পন্ন রয়েছে।
সভায় ডেঙ্গুর বিস্তার প্রতিরোধে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জোরালো ভূমিকা পালনের বিষয়ে আলোচনা হয়। ডেঙ্গু প্রতিরোধে ঢাকা সিটি কর্পোরেশনসহ সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে জনসচেতনতামূলক কার্যক্রম নেয়ার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনার অনুরোধ জানানো হয়।