খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

ভারতের অর্থনীতি ‘মৃত’, সত্যিই বলেছেন ট্রাম্প : রাহুল গান্ধী

খবর প্রতিবেদন |
০১:২৬ এ.এম | ০১ অগাস্ট ২০২৫


ভারতের অর্থনীতিকে মৃত বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও রাশিয়াকে আক্রমণ করে তিনি বলেছেন, ‘ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। চাইলে তারা তাদের মৃত অর্থনীতি একসঙ্গে ডুবিয়ে দিতে পারে।’ এ নিয়ে এবার মুখ খুললেন ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 
বৃহস্পতিবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সবাই জানে যে ভারতের অর্থনীতি মৃত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অর্থমন্ত্রী ছাড়া সবাই এই সত্যিটা জানেন। আমি খুশি যে ট্রাম্প সত্যি কথাটা বললেন। গোটা বিশ্ব জানে দেশের অর্থনীতি মৃত। আদানিকে (আদানি গোষ্ঠী) সাহায্য করার জন্য ভারতের অর্থনীতিকে নষ্ট করেছে বিজেপি।’ এই কথা বলার সময় রাহুল গান্ধীর ঠোঁটে ছিল কটাক্ষের হাসি।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শুধুমাত্র একজনের জন্য কাজ করেন। তিনি হলেন আদানি। এর জন্য সব ক্ষুদ্র ব্যবসা উড়িয়ে দিয়েছেন। আর দেখে নেবেন, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি হবে। আর ট্রাম্প এই চুক্তি সংজ্ঞা তুলে ধরবেন। আর মোদি সেটাই করবেন যেটা ট্রাম্প বলবেন।’
রাহুলের কথায়, ‘বৃহস্পতিবার ভারতের প্রধান সমস্যা হল মোদি সরকার আমাদের অর্থনৈতিক নীতি, প্রতিরক্ষা নীতি এবং পররাষ্ট্র নীতি ধ্বংস করে দিয়েছে। তারা এই দেশকে মাটিতে মিশিয়ে দিচ্ছে।’
এরআগে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ভারত রাশিয়ার সঙ্গে কী করছে, তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। চাইলে তারা তাদের মৃত অর্থনীতি একসঙ্গে ডুবিয়ে দিতে পারে। ভারতের সঙ্গে আমাদের ব্যবসা খুবই সীমিত, কারণ তাদের শুল্কহার বিশ্বের মধ্যে অন্যতম উচ্চ। রাশিয়ার সঙ্গেও আমাদের বাণিজ্য নেই বললেই চলে, এবং আসুন আমরা এটি এভাবেই রাখি।’
সূত্র: হিন্দুস্তান টাইমস