খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিতে ইইউকে আহবান সুইডেনের

খবর প্রতিবেদন |
০১:৩৭ এ.এম | ০১ অগাস্ট ২০২৫


গাজায় গণহত্যা অব্যাহত রাখায় ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহŸান জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘গাজার পরিস্থিতি একেবারেই ভয়াবহ এবং ইসরায়েল জরুরি সাহায্য প্রদানের ক্ষেত্রে তাদের সবচেয়ে মৌলিক বাধ্যবাধকতা এবং চুক্তিগুলো পূরণ করতে ব্যর্থ হচ্ছে। তাই আমাদের দাবি, ইইউ যত তাড়াতাড়ি সম্ভব তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করুক।’ 
সুইডিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একই সঙ্গে ইসরায়েলি সরকারকে গাজায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে আহŸান জানায় সুইডেন।’
এদিকে গাজায় চলমান সংকট ও মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই স্বীকৃতি দেওয়া হতে পারে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কার্নি বলেন, গাজায় পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। সেখানে মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে। তিনি জানান, কানাডা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক চিন্তাভাবনা করছে।
তবে স্বীকৃতির আগে ফিলিস্তিনকে কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানান কার্নি। এর মধ্যে রয়েছে, শাসন ব্যবস্থায় সংস্কার, হামাসকে বাদ দিয়ে ২০২৬ সালে নির্বাচন আয়োজন এবং গাজা ও পশ্চিম তীরে নিরস্ত্রীকরণ।
এর আগে, ফ্রান্স ও যুক্তরাজ্য থেকেও সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসে। ফলে জি-৭ জোটের তিনটি বড় দেশ একই পথে হাঁটছে।
সূত্র: আল জাজিরা