খুলনা | সোমবার | ১১ অগাস্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২

নগরীতে ছাত্র-জনতার প্রতীকী ম্যারাথন

আমরা জুলাইকে ভুলতে দেব না : উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা

নিজস্ব প্রতিবেদক |
০২:০০ এ.এম | ০২ অগাস্ট ২০২৫


এক প্রতীকী ম্যারথন অনুষ্ঠানে মিলিত হলো খুলনার জুলাই যোদ্ধা ও তরুণ সমাজ। শুক্রবার সকাল ৭টায় নগরীর শিববাড়ি মোড় থেকে এ প্রতীকী ম্যারথন শুরু হয় এবং তা খুলনা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে যেয়ে শেষ হয়। যার আয়োজনে ছিল জেলা প্রশাসন ও খুলনা জেলা ক্রীড়া সংস্থা।
তার আগে শিববাড়ি মোড়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। এ সময় খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলনের মাওলানা মোঃ নাসির উদ্দিন, জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েদসহ জুলাই যোদ্ধাদের আহতদের পরিবারের সদস্য এবং বিপুল সংখ্যক জুলাই যোদ্ধা।
এ সময় বক্তারা ‘২৪-এর গণঅভ্যুত্থানের স্মরণ করে বলেন, আমরা কখনও জুলাইকে ভুলতে দেবো না। কেননা, আমাদের তরুণ সমাজ অকাতরে দেশের জন্য জীবন দিয়ে শিখিয়ে গেছে কিভাবে দেশকে রক্ষা করতে হয়।
পরে প্রায় পাঁচ শতাধিক তরুণ-তরুণী শিববাড়ি থেকে কেডিএ এভিনিউ সড়ক হয়ে ময়লাপোতা, রয়্যাল চত্বর খানজাহান আলী সড়কের টুটপাড়া কবরখানা মোড় পেরিয়ে হাজী মহসিন সড়ক হয়ে খুলনা জিলা স্কুল ঘুরে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে যেয়ে থামেন। পরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে পুরুষ ও নারী বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানসহ ৩০ জনকে পুরস্কৃত করা হয়।