খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

নগরীতে সাজাপ্রাপ্ত আসামি ও গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০২:০২ এ.এম | ০৪ অগাস্ট ২০২৫


খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরী থেকে একজন সাজা প্রাপ্ত আসামি ও একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গত শনিবার কেএমপির খালিশপুর থানা পুলিশ বৈকালী বাজার এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি শাহারুল (২১)কে গ্রেফতার করে। 
অপর দিকে শনিবার দিনগত রাতে খানজাহান আলী পুলিশ ফুলবাড়ীগেটের ভ্যানস্ট্যান্ড থেকে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। কেএমপির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, খালিশপুর থানা পুলিশ শনিবার বৈকালী বাজার এলাকায় অভিযান চালিয়ে জিআর-২৯০/২০(সাজাপ্রাপ্ত), খালিশপুর-৩৫(০৭)২০ মূলে ৮ মাস সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি শাহারুল (২১) কে গ্রেফতার করে। সে খালিশপুর থানার বৈকালী জিপিও এর দক্ষিণ পাশ এলাকার সাইদুল হকের পুত্র। 
অপর দিকে খানজাহান আলী পুলিশ গত শনিবার দিবাগত রাতে ফুলবাড়ীগেটের ভ্যানস্ট্যান্ডে অভিযান চালিয়ে মাদক কারবারি লালন শেখ (৩৬) কে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। সে দৌলতপুর থানার পশ্চিম সেনপাড়ার মৃত জামাল শেখের পুত্র।  গ্রেফতার আসামিদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।