খুলনা | রবিবার | ৩১ অগাস্ট ২০২৫ | ১৬ ভাদ্র ১৪৩২

৫ আগস্টে কেসিসির উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন

খবর বিজ্ঞপ্তি |
০২:০৪ এ.এম | ০৪ অগাস্ট ২০২৫


ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক আগামীকাল ৩৬ জুলাই (৫ আগস্ট) সকাল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এছাড়া একই সময়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিষয় ভিত্তিক রচনা প্রতিযোগিতা প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্লে ও নার্সারী শ্রেণির (‘ক’ বিভাগ) শিক্ষার্থীদের বিষয় উম্মুক্ত রেখে ১ম ও ও ২য় শ্রেণির (‘খ’ বিভাগ) শিক্ষার্থীদের জন্য বিষয় হিসেবে ‘‘স্মৃতিসৌধ’’ এবং ৩য় থেকে ৫ম শ্রেণির (‘গ’ বিভাগ) শিক্ষার্থীদের জন্য ‘‘জুলাই বিপ্লবের চিত্র’’ নির্ধারণ করা হয়েছে। রচনা প্রতিযোগিতার ক্ষেত্রে বিষয় হিসেবে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের (‘ঘ’ বিভাগ) জন্য ‘‘জুলাই বিপ্লব’’ এবং ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘‘ছাত্র-জনতার বিজয় ও একটি গণঅভ্যুত্থান’’ নির্ধারণ করা হয়েছে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।
উলে­খ্য, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান উদ্যাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন একাদশ ও বৈষম্যবিরোধী ছাত্র একাদশের মধ্যে আয়োজিত প্রীতি ফুটবল প্রতিযোগিতা ৪ আগস্ট সোমবারের পরিবর্তে  ৯ আগস্ট শনিবার বিকেল ৪টায় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। জেলা স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করার জন্য কেসিসি’র পক্ষ থেকে নগরবাসীর প্রতি আহŸান জানানো হয়েছে।