খুলনা | সোমবার | ১১ অগাস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২

জীবন থাকা পর্যন্ত অন্যায়-জুলুমের বিরুদ্ধে জামায়াতের লড়াই চলবে : আবুল কালাম আজাদ

খবর বিজ্ঞপ্তি |
১২:৩১ এ.এম | ০৭ অগাস্ট ২০২৫


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ব্যাপারে জামায়াত কোন আপোস করবে না। দুর্নীতিমুক্ত একটি টেকসই গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় কাজ করবে জামায়াত। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিগত ৫৪ বছরের বঞ্চনা দূর করবে ইনশাআল­াহ। কোন দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। সব মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে। নারী ও সংখ্যালঘুসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, আমাদের যুদ্ধ শেষ হয়নি। ইমানদারদের যুদ্ধ শেষ হয় না। জীবন থাকা পর্যন্ত অন্যায়-জুলুমের বিরুদ্ধে জামায়াতের লড়াই চলবে।  তিনি বলেন, একটি দল মুখে বলে সংস্কার মানি কিন্তু মনে মানে না। আগামী দিনে অবৈধ কাজ করার জন্যই তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। তিনি বলেন, ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়েছে শুধু নির্বাচনের জন্য নয়। 
মঙ্গলবার খুলনা জেলার  কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এড. মোস্তাফিজুর রহমান। সেক্রেটারি শেখ সায়ফুল­াহ’র পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা সুজাউদ্দিন আহমেদ, মাওলানা আবু তাহের,  আমীর মিজানুর রহমান,  মাস্টার নূর কামাল হোসেন, মাস্টার সাইফুল­াহ হায়দার, হাফেজ মাওলানা হাফেজ মাওলানা আব্দুল হামিদ, আবু সাঈদ, সাজ্জাদুল ইসলাম, মাওলানা মতিউর রহমান প্রমুখ।  মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে গণমিছিলটি কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর অফিস মোড় থেকে শুরু হয়ে উপজেলা বাস টার্মিনাল, ইজিবাইক স্ট্যান্ড ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে কয়রা জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।