খুলনা | সোমবার | ১১ অগাস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২

খুলনার সাবেক বিএনপি’র মূল্যায়ন সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৬ এ.এম | ০৯ অগাস্ট ২০২৫


জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নগরীতে বিশাল বর্ণাঢ্য বিজয় মিছিল সফল হওয়ায় সোনাডাঙ্গা থানা বিএনপি’র মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ মাগরিব নগরীর কেডিএ এভিনিউস্থ তেঁতুলতলা মোড়ে সোনাডাঙ্গা থানা বিএনপি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।  
সোনাডাঙ্গা থানা বিএনপি’র সাবেক সভাপতি ইকবাল হোসেন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সভায় বক্তৃতা করেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নগরীতে বিশাল বর্ণাঢ্য বিজয় মিছিল সফল করায় থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনসহ খুলনাবাসীকে অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারকে পতন এবং এক বছর পূর্তিতে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিশাল সমাবেশ, বিজয় মিছিল এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলের উপস্থিতি আমাদের অনুপ্রেরিত করেছে।   
সভায় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন, আবিদ হোসেন, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, আকরাম হোসেন খোকন, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, বাচ্চু মীর, মেহেদী হাসান সোহাগ, ইকবাল হোসেন, মিজানুর রহমান ডিকেন, মিজানুজ্জামান তাজ, নাহিদ আল মামুন, আলমগীর হোসেন আলম, লিটু পাটোয়ারী, ওহেদুজ্জামান, গোলাম নবী ডালু, সুলতান মাহমুদ সুমন, মোল্লা ফিরোজ আহমেদ, শরিফুল ইসলাম সাগর, মাহমুদ হাসান মুন্না,হাসিব খান, ওহাব শরীফ, মোস্তফা জামান মিন্টু, এমরান হোসেন, সেলিম বড় মিয়া, শামীম রেজা, আমিনুল ইসলাম বুলবুল, মিজানুর রহমান, সজল আকন নাসিব, পারভেজ মোড়ল, খন্দকার সোহেল, সাজ্জাদ হোসেন, আসমত হোসেন, শাকিল হোসেন, মেহেদী হাসান, আলমগীর হোসেন, সিদ্দিক মাতবর, ওহেদুল ইসলাম, আসলাম হোসেন, শাহনেওয়াজ, এস এম মাহমুদ, রিফাত হাসান, রাসেল রাজু খান, আবুল কালাম, গিয়াস উদ্দিন, মশিউর রহমান, হাসিব, নাঈম ইসলাম, বিপ্ল¬ব, মামুন, সাগর প্রমুখ।