খুলনা | সোমবার | ১১ অগাস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২

বীর মুক্তিযোদ্ধা গাজী রহমতুল্লাহ দাদুর মৃত্যুবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৬ এ.এম | ১১ অগাস্ট ২০২৫


মুক্তিযুদ্ধকালীন নৌবাহিনীর প্রতিষ্ঠাতা লেঃ গাজী রহমতুল্লাহ দাদু বীর প্রতীকের নবম মৃত্যুবার্ষিকী রোববার দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে পালিত হয়। আয়োজনে ছিল মুক্তিযোদ্ধা সংসদের খুলনা জেলা ও নগর শাখা।  
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর। মরহুমের স্মৃতিচারণ করেন নগর শাখার আহবায়ক, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনি, নগর শাখার যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আ ব ম নুরুল আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আফম মহসিন ও পাইকগাছা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর গাইন, অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শিকদার মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এস এম গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা বিএম আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলী জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম, রাজনীতিক সম রেজাউল করিম, মোঃ আব্দুর রব, সাবেক প্রধান শিক্ষক কেএম আযম, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ দাস বীরু, বীর মুক্তিযোদ্ধা রিফিকুল ইসলাম বাবলু, মরহুমের ভাই সাবেক ক্রীড়াবিদ মোঃ ইউনুস আলী গাজী ও মরহুমের পুত্র গাজী মোঃ মোস্তফা জামাল উপস্থিত ছিলেন। 
সভায় বক্তারা মরহুমের দেশপ্রেমের উজ্জ্বল উদাহরণ তুলে ধরেন। বলেন মার্চে গণহত্যার পর তিনি পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। কপিলমুনি ও গল­ামারির যুদ্ধ তার জীবনের স্মরণীয় অধ্যায়। উলে­খ্য ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর শত্র“মুক্ত খুলনার স্থানীয় সার্কিট হাউজ ময়দানে নবম সেক্টরের কমান্ডার জয়নাল আবেদীন খানের সাথে তিনি পতাকা উত্তোলন করেন। 
তিনি দীর্ঘদিন কিডনি ও পিত্তথলির পাথরজনিত রোগে ভুগে ১০ আগস্ট, ২০১৬ সালে খুলনায় মৃত্যুবরণ করেন।