খুলনা | সোমবার | ১১ অগাস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী পালন

নড়াইল প্রতিনিধি |
০১:০২ এ.এম | ১১ অগাস্ট ২০২৫


চিত্রশিল্পের কিংবদন্তি সাধক পুরুষ, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শিল্পীর জন্ম জয়ন্তী উপলক্ষে রোববার সকাল ৯টায় নড়াইল পৌরসভার কুড়িগ্রামে অবস্থিত এসএম সুলতান স্মৃতি কমপ্লে¬ক্সে প্রাঙ্গণে শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া মাহফিল এবং কোরআন তেলাওয়াতের  আয়োজন করা হয়। শিল্পীর সমাধিতে জেলা প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন, জেলা শিল্পকলা একাডেমী, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, জুলাই যোদ্ধা কাউন্সিল, লাল বাউল স¤প্রদায়, মূর্ছনা সঙ্গীত নিকেতন, চিত্রা থিয়েটারসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে  ।
এ সময় নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন, এসএম সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন সিকদার, জেলা কালচারাল অফিসার আব্দুল রাকিবিল বারি,  নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাভলু, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ হানিফ, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জিসহ সুলতান প্রেমীরা উপস্থিত ছিলেন।  
বরেন্য এই চিত্রশিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মেছের আলী এবং মাতার নাম মাজু বিবি। এস এম সুলতান ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালের রেসিডেন্ট আর্টিস্ট, ১৯৮৬ সালে বাংলাদেশ চারু শিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। এছাড়াও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যান অফ দা ইয়ার, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ম্যান অব এচিভমেন্ট এবং এশিয়া উইক পত্রিকা থেকে ম্যান অব এশিয়াসহ বিভিন্ন পুরস্কার লাভ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন।