খুলনা | সোমবার | ১১ অগাস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২

সাতক্ষীরা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি জিলিনী

নেতা-কর্মীরা কোন অপরাধে জড়ালে তাকে বহিষ্কার করা হবে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:০৩ এ.এম | ১১ অগাস্ট ২০২৫


জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জেলা ও তৃণমূল নেতা-কর্মীদের  সাথে এক মতবিনিময় সভা রোববার সাতক্ষীরা পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলিনী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার নুরুজ্জামান, নেছারুদ্দীন শফিক, সাংগঠনিক সম্পাদক, নাজমুল হাসান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা  জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব।  
প্রধান অতিথি বলেন, আগামীর সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সকলকে তারেক রহমানের নির্দেশনায় চলতে হবে। জাতি কখনো ভুল পথে পরিচালিত হবে না যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। আগামী নির্বাচন বিএনপি’র জন্য সহজ হবে না, তাই সকলকে সব ধরনের অপরাধ থেকে বিরত থেকে দলকে শক্তিশালী করার কাজে নিয়োজিত থাকতে হবে। নেতা-কর্মীরা কেউ কোন অপরাধে জড়ালে তাকে বহিষ্কার করা হবে।
অনুষ্ঠানে সাতক্ষীরা  জেলা স্বেচ্ছাসেবকদলসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।