খুলনা | সোমবার | ১১ অগাস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন স্থাপন হলে বাড়বে সমকামিতা

খবর প্রতিবেদন |
০১:৫২ এ.এম | ১১ অগাস্ট ২০২৫


ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস স্থাপন চুক্তির প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা হুঁশিয়ার করে বলেছেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই চুক্তি বাতিল না করলে সকল শিক্ষার্থী লাগাতার কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। 
রোববার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে এ হুঁশিয়ারি দেন তারা।  
সংবাদ সম্মলনে লিখিত বক্তব্যে মোঃ জিয়াউল হক বলেন, জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন হলে শরীফ-শরীফার গল্প শুধু স্কুলে নয়, দেশের পাবলিক-প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয় সমূহেও চলে আসবে। দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে এলজিবিটিকিউ বা সমকামিতার অন্তর্ভুক্তি বাধ্যতামূলক হয়ে যাবে। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মসজিদে সমকামী কোটা থাকবে যেখানে সমকামী ইমাম নামে নতুন কোটার বন্দোবস্ত করা হবে।  
আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এছাড়াও মানবাধিকার অফিস দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর আঘাত হানবে। এতে পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হয়ে পড়বে। বিচ্ছিন্নতাবাদীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদদ দেওয়া হবে। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে এবং দেশের মানুষের মধ্যে আদর্শিক কনফ্লিক্ট  তৈরি হয়ে গৃহযুদ্ধের মতো অবস্থা তৈরি হবে। তাই অন্তর্বর্তী সরকারকে দেশ রক্ষার্থে এই চুক্তি বাতিল করতে হবে। না হলে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই চুক্তি বাতিল না করলে সকল শিক্ষার্থী লাগাতার কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আব্দুল বাসেদ, মোঃ শাহরিয়ার ইসলাম তুষার, জুবায়েদুল ইসলাম শিহাব প্রমুখ।