খুলনা | সোমবার | ১১ অগাস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২

মৃত্যুদন্ডপ্রাপ্ত এক বাংলাদেশি ভারতে গ্রেফতার

খবর প্রতিবেদন |
০১:৫৬ এ.এম | ১১ অগাস্ট ২০২৫


বাংলাদেশের আদালতে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া রোববার জানিয়েছে, ওই বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এরপর তিনি ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন। 
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার নাম জামাল হোসেন পৌতুনদার। এছাড়া তিনি কুদ্দুস রহিম শেখ নামেও পরিচিত। ৩৭ বছর বয়সী এ বাংলাদেশি রাজবাড়ির গোলন্দঘাটের গদ ফেলু মওলাপাড়ার বাসিন্দা।
পুলিশ তাকে দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং বিদেশি আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সঙ্গে অভিবাসী আইন লঙ্ঘনে অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, এ ব্যক্তি কোনো কাগজপত্র ছাড়া বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। তাকে বাংলাদেশের আদালত সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিলেও; তিনি পালিয়ে ভারতে চলে আসতে সমর্থ হন। বাংলাদেশের পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছে।
তদন্তকারীরা জানিয়েছেন, এ বাংলাদেশি ২০২৩ সাল থেকে ভারত বাস করছেন। তার কাছ থেকে জাল আধার কার্ড, ভোটার ও প্যান কার্ডের ফটোকপি, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি পাসবুক এবং বাংলা ভাষায় ইস্যু করা একটি গ্রেফতারি পরোয়ানা উদ্ধার করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখতে পায়, এটি বাংলাদেশের আদালতের জারি করা পরোয়ানা।
কারা তাকে ভারতের ভুয়া পরিচয়পত্র, ভোটার আইডিকার্ড এবং আধারকার্ড তৈরি করে দিয়েছে সেটি খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া