খুলনা | সোমবার | ১১ অগাস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২

খুলনা বিভাগীয় সম্মেলনে অংশ নেয়া অন্যদের খুঁজছে পুলিশ

যশোরে আটক দুই সিবিএ নেতার বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক |
০২:০৮ এ.এম | ১১ অগাস্ট ২০২৫


যশোরে পল­ী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলন থেকে সিবিএ’র সভাপতি ও সাধারণ সম্পাদককে আটকের পরদিন শনিবার তাদের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করেছেন যুবদল নেতা। সরকারবিরোধী নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা ওই মামলায় তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল­ী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিবিএ সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রোবেল হোসেন। সেখান থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় পুলিশ। গত শনিবার সদরের ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বাদী হয়ে দুই সিবিএ নেতাসহ ৫ জনের নাম উলে­খ ও অজ্ঞাত পরিচয়ে আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই সম্মেলনে অংশগ্রহনকারী খুলনার তেরখাদায় কর্মরত জ্যোতিষ মলি­ক, খালিদ মাহমুদ ও নূর ইসলামকে খুঁজছে পুলিশ।
যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, শুক্রবার দুই সিবিএ নেতাকে থানা-পুলিশ আটক করে আমাদের হেফাজতে দেয়। আমরা জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করেছি। থানায় তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, শুক্রবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পল­ী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংঘের খুলনা বিভাগীয় সম্মেলনের নামে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা করছিল এমন অভিযোগের ভিত্তিতে সিবিএ সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রোবেল হোসেনকে হেফাজতে নেয়া হয়। শনিবার নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা হয়েছে।
মামলার বাদী সদরের ফতেপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বলেন, দুই সিবিএ নেতাসহ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা উপজেলা মিলনায়তনে নাশকতা ও দেশকে অস্থিরতা করতে মিটিং করছেন জানত পেরে পুলিশকে জানাই। পুলিশ এসে তাদেরকে নিয়ে যায়। দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে বাদী হয়ে মামলা করেছি। খুলনা বিভাগের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী পন্থীদের একত্রিত করে জঙ্গী প্রশিক্ষণ দেয়াই উদ্দেশ্য ছিল তাদের।
অপর একটি সূত্রে জানা গেছে, এনামুল হক ও রোবেল হোসেন ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকার একটি সিআর ৯৩৭/২০২৪ মামলার যথাক্রমে ৬২ ও ৬৪ নম্বর আসামি। ওই মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকেই