খুলনা | মঙ্গলবার | ১২ অগাস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২

মহানগর শিবিরের ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশ

খবর বিজ্ঞপ্তি |
১২:২০ এ.এম | ১২ অগাস্ট ২০২৫


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক মোঃ নোমান হোসেন নয়ন বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অনুকুল বা প্রতিক‚ল বলে কিছু নেই। আমাদের জন্য প্রতিটি সময় বা যুগই চ্যালেঞ্জের। আমাদেরকে নৈতিকতার ভিত্তিতে যুগের চাহিদার আলোকে নিজেদের প্রস্তুত করতে হবে। গত শনিবার নগরীর একটি মিলনায়তনে মহানগর ছাত্রশিবির আয়োজিত ওয়ার্ড দায়িত্বশীল সমাবেশে উপস্থিত দায়িত্বশীলদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস। অন্যান্যদের উপস্থিত ছিলেন মহানগর শাখার অফিস সম্পাদক ইসরাফিল হোসেন, বায়তুলমাল সম্পাদক আসিফ বিল­াহ, প্রচার সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আহমাদ সালেহীন, এইচআরডি সম্পাদক কামরুল হাসান প্রমুখ।  
সমাবেশে মহানগরীর সকল প্রাতিষ্ঠানিক ও আবাসিক ওয়ার্ডসমূহের নির্ধারিত দায়িত্বশীলরা অংশগ্রহণ করে।