খুলনা | বুধবার | ১০ ডিসেম্বর ২০২৫ | ২৬ অগ্রাহায়ণ ১৪৩২

যশোরে মাদক বিরোধী অভিযান : গ্রেফতার ৪ জনকে কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৫ এ.এম | ১২ অগাস্ট ২০২৫


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোরের মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজা ও ৯ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সদর উপজেলার মুড়লী মোড় পূর্বপাড়া ও কিসমত নোয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মোখলেছুর রহমান মুক্ত (৫৩), মোঃ হারুন অর রশিদ (৫৩), মোঃ কালাম খন্দকার (৩৫) এবং মোঃ হাসানুর গাজীকে (৩৫) গ্রেফতার করেন। পরে গ্রেফতার কৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে মোখলেছুর রহমান মুক্ত ও হারুন অর রশিদকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, কালাম খন্দকারকে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং হাসানুর গাজীকে ৩০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়।