খুলনা | মঙ্গলবার | ১২ অগাস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২

ডুমুরিয়ার চুকনগরে খন্ডিত পচা-গলা লাশ উদ্ধার!

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:২৭ এ.এম | ১২ অগাস্ট ২০২৫


চুকনগরে  অজ্ঞাত পরিচয় খণ্ডিত পচা গলা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চুকনগর  হাতিপোতা ডাঙ্গা এলাকার একটি নির্জন বাগান থেকে লাশের খণ্ডিত পচা গলা অন্তত ১৫/২০ টুকরো লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত লুঙ্গি, টি-শার্ট, জুতা ও মোবাইল ফোন দেখে নিখোঁজ ইসমাইলের পিতা রেজাউল সরদারের দাবি করে বলেন গত ১০দিন যাবত ভ্যান চালাতে গিয়ে নিখোঁজ হওয়া তার ছেলে ইসমাইল হত্যার শিকার হয়েছে। 
স্থানীয় ও ভিকটিমের পরিবার সুত্রে জানা গেছে উপজেলার চুকনগর একটি রাইস মিলের শ্রমিক রেজাউল সরদারের ছেলে ইসমাইল সরদার (১৫) গত ১ আগস্ট বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়। সে থেকে আর বাড়ি ফিরে আসেনি। এ ঘটনায় ২ আগস্ট ইসমাইলের ভাই ইব্রাহিম সরদার ডুমুরিয়া থানায় নিখোঁজ সংক্রন্তে একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের সময় ইসমাইলের পরনে ছিলো সাদা লুঙ্গি ও নীল-সাদা শার্ট। রোববার রাতে উদ্ধারকৃত খণ্ডিত লাশের পাশে পড়ে থাকা একই পোশাক দেখে পিতা রেজাউল সরদার বলেন তার ছেলে ইসমাইলকে দুর্বৃত্তরা হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে। 
ইসমাইলের মা তানজিলা বেগম জানান, ১ আগস্ট নরনিয়া গ্রামের আজব আলি সরদারের ছেলে শাহিনুর রহমান (২৭) বাড়িতে এসে তার ছেলেকে ভ্যানসহ ডেকে নিয়ে যায়। সে থেকে ছেলে ইসমাইল নিখোঁজ ছিলো। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়। তিনি আরও বলেন, ভ্যান গাড়িটি ছিনিয়ে নিতে তার ছেলে হত্যা করা হয়েছে। তিনি ছেলে হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। লাশের ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে ভদ্রদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। 
ঘটনা প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান, ইসমাইল নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরির পর সকল থানা ম্যাসেজের মাধ্যমে জানানো হয়। উদ্ধারকৃত খন্ডিত লাশের সিআইডির এক্সপার্টদের একটি টিম সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। 
পরিবারের দাবির বরাত দিয়ে তিনি বলেন যদিও প্রাথমিকভাবে এটা নিখোঁজ ইসমাইলের মরদেহ হয়ে থাকতে পারে। তবে ডিএনএ টেস্ট ছাড়া সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। দ্রুত এ ঘটনার রহস্য উদ্ঘাটন হবে বলে জানান তিনি।